চাঁপাই খবর
অনিয়ম-দুর্নীতি বন্ধসহ চার দফা দাবিতে বন্ধ হওয়া চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর আগামীকাল শনিবার থেকে পুনরায় চালু হচ্ছে। শুক্রবার বিকেলে এই জানিয়েছেন সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তনিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মো. মামুনুর রশিদ।
তিনি আরো জানান, আমাদের দাবিসমূহ নিয়ে জেলা প্রশাসকের মহোদয়ের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে সমঝোতা হওয়ায় আগামীকাল শনিবার থেকে আমদানি-রপ্তানি শুরু করার সিদ্ধান্ত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
পানামা-সোনামসজিদ পোর্টলিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে বন্ধ থাকা আমদানি-রপ্তানি আগামীকাল শনিবার থেকে শুরু হবে।
এর আগে পাথর বোঝায় ট্রাক খালাশে মাশুল আদায় কমানো, বিগত দিনে ব্যবসায়ীদের দেওয়া ভ্যাট সরকারি কোষাগারে জমা হয়েছে কিনা তদন্তসহ চারদফা দাবিতে গত ১৫ সেপ্টেম্বর থেকে আমদানি-রপ্তানি বন্ধ রেখেছিলেন আমদানি-রপ্তানিকারকরা।