আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীতে নারী সংহতির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা আরও বলেন, যৌন নিপীড়নের শিকার নারীদের জন্য বিদ্যমান আইন এবং বিচার প্রক্রিয়া পুরুষতান্ত্রিক। ফলে পাহাড়ে-সমতলে নারীর ওপর যৌন নিপীড়ন এবং সহিংসতা বন্ধের কার্যকর ব্যবস্থা নিতে হবে। নারীর ওপর যেকোনো নিপীড়ন-নির্যাতন বিশেষ করে যৌন সহিংসতার ক্ষেত্রে ‘ভিক্টিম ব্লেমিং’ বন্ধের দাবি তোলেন তারা। হাইকোর্ট প্রণীত যৌন নিপীড়ন-বিরোধী নীতিমালা ও অভিযোগ সেলের কার্যকর ও পূর্ণ বাস্তবায়নের দাবিও জানানো হয়।