বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন

শতাধিক হলে ‘লিডার আমিই বাংলাদেশ’

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৮১ বার

বিনোদন নিউজ : ঈদ মানেই সিনেমা হলগুলোতে উৎসবের আমেজ, জমজমাট অবস্থা। আসন্ন ঈদে ঢালিউড তারকা শাকিব খানের নতুন কোন সিনেমা আসছে, সেটি জানার অপেক্ষায় ছিলেন ভক্তরা। শাকিবের এবারের ঈদের সিনেমা হতে যাচ্ছে ‘লিডার, আমিই বাংলাদেশ’। এতে নায়কের সঙ্গী হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

গত বছরের ২৬ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায় বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত এই সিনেমাটি।

এরই মধ্যে সিনেমাটির পোস্টার নিয়ে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে অন্তর্জালে। এবার নতুন সংবাদ হচ্ছে এই ঈদে শতাধিক হলে মুক্তি পাবে সিনেমাটি। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন, চলচ্চিত্র পরিবেশনা ব্যবস্থাপক এম এম মঞ্জুর রহমান।

তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করছি, ১০০-এর বেশি হল পাবে ‘লিডার’। কারণ সারাবছর সিনেমা হলে শাকিবের ছবির চাহিদা অন্যরকম। তার নতুন ছবি না পাওয়ায় পুরাতন ছবি চালানো হয়। এক বছর পর হিরোর সিনেমা আসবে। সিঙ্গেল স্ক্রিনের প্রতিটি হল মালিকরা চাইবেন হিরোর ছবি। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে প্রত্যাশা রাখছি, ঈদে ‘লিডার’ ১০০-এর মতো হল পাবে।’

তিনি আরও বলেন, ‘গত বছরের ঈদে প্রায় দেড়’শ বন্ধ সিনেমা হল খুলেছিল। এবারও তেমন হবে। সেই হিসেবে প্রায় দুই শর মতো হলে ঈদের সবগুলো সিনেমা চলতে পারে। ঈদের এখনও অনেক দিন বাকি। রমজানে ম্যাক্সিমাম হল বন্ধ। এর মধ্যে আমরা সম্প্রতি সিনেমাটির বুকিং নেওয়া শুরু করেছি।’

 

সিনেমাটি নিয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক, আরটিভির সিইও ও চলচ্চিত্রটির প্রযোজক সৈয়দ আশিক রহমান গণমাধ্যমকে বলেন, ‘দর্শকদের একটি পূর্ণাঙ্গ এবং মানসম্পন্ন চলচ্চিত্র উপহার দেওয়ার জন্যই কিছুটা দেরি করতে হয়েছে। সব প্রস্তুতি নিশ্চিত করার পর আমরা দর্শকদের বলতে চাই- ‘লিডার, আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রটি ঈদুল ফিতর ২০২৩-এ বাংলাদেশসহ আন্তর্জাতিক থিয়েটারে একযোগে শুভ মুক্তি পেতে যাচ্ছে। দর্শকদের জন্য বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পক্ষ থেকে এটি ঈদ উপহার।’

পরিচালক তপু খান গণমাধ্যমকে বলেন, ‘বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পক্ষ থেকে চলচ্চিত্রটি নির্মাণ করার দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে পেরে সন্তুষ্ট। শাকিব খান এবং বুবলীসহ সবাই আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। দর্শকরা আসন্ন ঈদে একটি অসাধারণ চলচ্চিত্র পেতে যাচ্ছে।’

প্রসঙ্গত, সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। এতে শাকিব-বুবলী ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রত প্রমুখ। সিনেমাটির ডিস্টিবিউশন করবে টিওটি ফিল্মস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2009-2022 chapaikhobor24.com # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com