রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন

কন্যাশিশু দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৭ বার
oppo_0

চাঁপাই খবর

 

 

কন্যাশিশুর স্বপ্নে-গড়ি আগামীর বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরসহ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
কন্যাশিশুদের আলোচনায় প্রাণবন্ত হয়ে ওঠে আলোচনা অনুষ্ঠান। তাদের কথায় উঠে আসে বৈষম্যমুক্ত মানবিক নতুন বাংলাদেশের স্বপ্নের কথা। যেখানে থাকবে না নারী নির্যাতন-নিপীড়ন, ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা, নারীর প্রতি বৈষম্য। যেখানে থাকবে শুধু সুন্দর একটি ভবিষ্যৎ। তাদের কথা উঠে আসে তাদের ভবিষ্যতের জেলা প্রশাসক, শিক্ষক, ডাক্তার, উঞ্জিনিয়ার হবার লালিত স্বপ্নের কথা। এছাড়াও আলোচনায় উঠে আসে কিশোরীদের স্বাস্থ বিষয়ক বিভিন্ন তথ্য। বক্তারা কন্যাদের বোঝা না ভেবে সঠিকভাবে সুশিক্ষা দিয়ে মানুষের মতন মানুষ করে গড়ে তোলার আহ্বান জানান।
সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম। সূচনা বক্তব্য দেন- জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার।
অতিথিদের মধ্যে বক্তব্য দেন- জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা, গোলাম মোস্তফা, চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজের প্রভাষক মোসা. হাসিনা খাতুন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রেশমা খাতুন, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সল, জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক মোছা. এলিজা খাতুন। কন্যাশিশুদের মধ্যে বক্তব্য দেন- স্বপ্না খাতুন, আবিদা রিফা তাসফিয়া, রামিশা আকতিয়া, মাহবুবা ফেরদৌস, মোবাশে^রা সুলতানাসহ অন্যরা।
এদিকে দিবসটি উপলক্ষে সকালে নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম কবিরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- লেখক ও সিনিয়র সাংবাদিক সামসুল হক টুকু, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আব্দুল কাদের, চাঁপাইনবাবগঞ্জ সদর নেসকোর নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার সেলিম রেজা এবং নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
পরে শিক্ষার্থীরা জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে তাদের নিজ নিজ ভাবনা তুলে ধরেন।
দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সোমবার বেলা ১০টায় উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস।
অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন নাহিদসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2009-2022 chapaikhobor24.com # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com