চাঁপাই খবর ডেস্ক
পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার শহরের নতুন হুজরাপুরে ডায়াবেটিক হাসপাতালের হলরুমে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, ডায়াবেটিক সমিতির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রহুল আমিন, হাসপাতালটির পরিচালক ডা. দুররুল হোদা, প্রতিষ্ঠানটির চিকিৎসক ডা. মো. নাইমুল হক, ডা. নাজমা সুলতানা, ডা. আসিয়া খাতুন কেয়া, ডা. মো. মাসুম উজ্জামান চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম মোস্তফাসহ হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ইফতার পূর্বে সমিতির প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত এবং বর্তমান পরিচালনা কমিটির সদস্য, চিকিৎসক ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দসহ হাসপাতালে চিকিৎসাধীন সকল রোগীর রোগমুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন, শেহালা উত্তরপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. বেলাল হোসেন।
এর আগে হাসপাতালে পবিত্র কোরআন খানির আয়োজন করা হয়।