চাঁপাই খবর ডেস্ক
‘আমরাও মানুষ, আমাদের আশা সুস্থ সুন্দর মানুষের মতো বাঁচার আশা’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি অফিসের সঙ্গে বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
‘স্ট্রেনদেনিং ক্যাপাসিটি অব জেন্ডার ডাইভারস কমিউনিটি টু প্রটেক্ট দেয়ার রাইট’ (এসসিজি) শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা
পরিষদের ভাইস চেয়ারম্যান তোসিকুল আলম বাবুল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার।
সভায় সূচনা বক্তব্যে সংস্থাটির কার্যক্রম তুলে ধরেন বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়কারী মো. আখতারুজ্জামান। এসময় সংগঠনটির সভাপতি মোস্তফা সরকার বিজলী ও সম্পাদক আফজাল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন। উপজেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় তৃতীয় লিঙ্গের মানুষদের সমাজের মূল ধারায় আনতে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খতুন বলেন, তৃতীয় লিঙ্গের মানুষদের হিজড়া না বলে, তাদেরকে অবহেলায় দূরে সরিয়ে না দিয়ে তাদেরকে আপন ভাবতে হবে। তাদেরকে সমাজের মূল ধারায় ফিরিয় আনতে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে করে যাচ্ছেন। এ প্রসঙ্গে তিনি দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর উক্তি ‘কাউকে পেছনে ফেলে নয়’ সবাইকে স্মরণ করিয়ে দেন।