চাঁপাই খবর
চাঁপাইনবাবগঞ্জে অনূর্ধ্ব-১৬ বালক-বালিকাদের দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। সোমবার জেলাশহরের আ.আ.ম. মোসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়াম সংলগ্ন সুইমিং পুলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে।
সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাঁতার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- যুব ও ক্রীড়া পরিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক মো. আখতারুজ্জামান রেজা তালুকদার। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন- জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার।
সাঁতার প্রতিযোগিতায় ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০ জন বালক ও ৩০ জন বালিকা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে সকল প্রতিযোগীর মধ্যে জার্সি বিতরণ করা হয় এবং ১ম, ২য় ও ৩য় বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।
এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, ক্রীড়া সংগঠক ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচরীরা উপস্থিত ছিলেন।