চাঁপাই খবর ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. উজ্জল হোসেনের নেতৃত্বে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
শুক্রবার ভোর ৬ টা থেকে পদ্মা নদীর সাত্তার মোড় ঘাট, বোগলাউড়ি ঘাটসহ বেশকিছু পয়েন্টে মোবাইল কোর্টের এই অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত একজনকে ২ মাসের কারাদ- দেয়া হয়।
রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে।