চাঁপাই খবর
চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা ও মহানন্দা নদীর পানি কমতে শুরু করেছে। তবে পুনর্ভবা নদীর পানি ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব জানান, শুক্রবার সকাল ৯টা থেকে আজ (গতকাল) শনিবার সকাল পর্যন্ত পদ্মা নদীর পানি কমেছে ১৩ সেন্টিমিটার। শনিবার সকাল ৯টায় পাঁকা পয়েন্টে এ নদীর পানি বিপৎসীমার ১০৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। অন্যদিকে একই সময়ে মহানন্দা নদীর পানি কমেছে ৫ সেন্টিমিটার। খালঘাট পয়েন্টে মহানন্দার পানি বিপৎসীমার ১৪৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি পেয়েছে ৮ সেন্টিমিটার। রহনপুর পয়েন্টে এ নদীর পানি বিপৎসীমার ২২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার গত কয়েকদিন আগে জানিয়েছিলেন, শিবগঞ্জ উপজেলার পাঁকা, উজিরপুর, দুর্লভপুর, ছত্রাজিতপুর, ঘোড়াপাখিয়া এবং সদর উপজেলার নারায়ণপুর, আলাতুলী, শাহাজাহানপুর ও চরবাগডাঙ্গা ইউনিয়নের ১ হাজার ৯৩২ হেক্টর মাসকালাই, ৫ হেক্টর রোপা আউশ, ৯ হেক্টর গ্রীষ্মকালীন পেঁয়াজ, ৫ হেক্টর সবজি ও ৩ হেক্টর চিনা বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৬ হাজার ৮১০ জন কৃষক।