চাঁপাই খবর
চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিনামূল্যে পিপিআর রোগের টিকা প্রদান কর্মসূচি পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. আব্দুল হাই সরকার। সোমবার সকালে তিনি সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে পিপিআর ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনে টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইয়ামিন আলী, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ, মহারাজপুর ইউনিয়নের ভ্যাক্সিনেটর, এ.আই. টেকনিশিয়ান এবং এলএসপিগণ।
উল্লেখ্য, প্রাণিসম্পদ অধিদপ্তরের পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পৌরসভাসহ ১ লাখ ৬০ হাজার, শিবগঞ্জ উপজেলায় ২ লাখ ২৩ হাজার, গোমস্তাপুর উপজেলায় ১ লাখ ৩৩ হাজার, নাচোল উপজেলায় ৮০ হাজার ও ভোলাহাট উপজেলায় ৪৫ হাজার ছাগল ও ভেড়াকে বিনামূল্যে ২য় ডোজ টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।