চাঁপাই খবর
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীর পানিবন্দী ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সদর উপজেলা শাখা।
বৃহস্পতিবার সকালে আলাতুলি ইউনিয়নের মধ্যচর ও জেল্লাপাড়া এলাকায় পানিবন্দীদের মধ্যে এই সহায়তা প্রদান করেন, জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল।
এসময় আরো উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারি, নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, অফিস সেক্রেটারি অধ্যাপক আমানুল্লাহ, সহকারী সেক্রেটারি অধ্যাপক দুরুল হোদা, মিডিয়া ও সাংস্কৃতিক সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, চাঁপাইনবাবগঞ্জ শহর ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুকসহ অন্যরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলীম।