চাঁপাই খবর
চাঁপাইনবাবগঞ্জে নারী ও শিশুর ওপর সহিংসতা প্রতিরোধে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় সদর উপজেলা প্রশাসন এই সংলাপের আয়োজন করে।
বুধবার সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংলাপে গ্রামপুলিশরা অংশগ্রহণ করেন।
সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে ফোকাল পারসন হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)’র গ্রন্থাগারিক ও সহকারী পরিচালক (প্রশাসন ও সমন্বয়) (অতিরিক্ত দায়িত্ব) মো. মতিউর রহমান, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মো. আব্দুল আলিমসহ অন্যরা।
জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, নারী ও শিশুর ওপর সহিংসতা, বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে গ্রামপুলিশদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনারা গ্রামে বাস করেন, গ্রামের মানুষ সম্পর্কে আপনাদের ধারণা অনেক বেশি। আপনারা খেয়াল রাখবেন, নারী ও শিশুর প্রতি সহিংস ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেও আপনাদের ভূমিকা রয়েছে।