চাঁপাই খবর
চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন স্থানে সনাতন সম্প্রদায়ের বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। স্বর্ণের দোকান মালিক, কারিগর ও কর্মকাররা পূজা-অর্চনার মধ্যদিয়ে দিনটি পালন করেন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত এ পূজা অনুষ্ঠিত হয়। পূজা-অর্চনা শেষে আগত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
সনাতন ধর্মে বিশ্বাসীরা মনে করেন, বিশ্বকর্ম দেবতা হচ্ছেন শৈল্পিক ও তৈরির বা নির্মাণের দেবতা। বিভিন্ন কারুকাজ তৈরি করায় এই দেবতার কর্ম।
প্রস্তুতকারক শিল্প ও কারখানার কর্মে যুক্ত সনাতনী ভক্তরা শ্রী শ্রী বিশ্বকর্মার পূজা করে থাকেন। এই পূজার সঙ্গে পালিত হয় মহালয়া পূজাও। প্রতি বছরই নির্দিষ্ট দিনে দেবশিল্পী বিশ্বকর্মার পূজা হয়ে থাকে।
প্রায় প্রতিটি স্বর্ণালঙ্কারের দোকানের মেঝেতে পূজা-অচর্নার আয়োজন করা হয়। কখনো কখনো বিশ্বকর্মার মূর্তি স্থাপন কিংবা কখনো কখনো পটে আঁকা চিত্র সামনে রেখে তার পূজা পালন করেন ভক্তরা। উন্নত ভবিষ্যৎ, দক্ষতা বৃদ্ধি, নিরাপদ কাজের পরিস্থিতি এবং সর্বোপরি সাফল্য অর্জনে প্রার্থনা করে থাকেন তারা।
বিশ্বকর্মা পুজো মানেই দুর্গাপূজার আগাম আনন্দের পূর্বাভাস। কখনো কখনো কারিগররা এসব যন্ত্রপাতি বিশ্বকর্মার নামে সমর্পণ এবং ওই সময় সেসব যন্ত্রপাতি ব্যবহারে বিরত থাকেন।