চাঁপাই খবর
‘প্রতিটি শিশুর অধিকার-রক্ষা করা আমাদের অঙ্গীকার’- এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশু দিবস পালিত ও শিশু অধিকার সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন- জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মনজুর কাদের। শিশুদের মধ্যে বক্তবব্য দেন- জান্নাত তাসনিম রাজ ও এস এম শাফিন খান। সঞ্চালনা করেন জেলা শিশু অ্যাকাডেমির প্রশিক্ষক এইচ এম কাব্য ও আবৃত্তি প্রশিক্ষণার্থী রাশিদা আনজুম।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুবিধাবঞ্চিত শিশু, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, শিশুরা অনেক অধিকারের কথা বলেছে, অধিকারগুলো নিশ্চিত করার দায়িত্ব আমাদের সমাজের, রাষ্ট্রের। তবে এই অধিকার বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের সমাজকে একটি সুস্থ সুন্দর সমাজ উপহার দিতে হবে। তা না হলে এই অধিকার বাস্তবায়ন করা সম্ভব হবে না। শিশুদের জন্য একটা বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হবে।
অনুষ্ঠানটির আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু অ্যাকাডেমি।