চাঁপাই খবর
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিয়ে, মাদক, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও বৈষম্যহীন সমাজ গঠনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে চককীর্তি হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আবদুস সামাদ।
এ সময় তিনি বাল্যবিয়ে, মাদক, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও বৈষম্যহীন সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান-আল-ইমরানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেনÑ পুলিশ সুপার রেজাউল করিম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল আলম, জেলা তথ্য কর্মকর্তা আবদুল আহাদ।
এছাড়া স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক, নারী অভিভাবকরা উপস্থিত ছিলেন।