রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ন

শিবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিজিবির মতবিনিময়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯ বার

চাঁপাই খবর

 

 

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তের বালিয়াদিঘী এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
গতকাল শনিবার বালিয়াদিঘী দুর্গামন্দির প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামুল হক রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সনাতন সম্প্রদায়ের মধ্যে বক্তব্য দেনÑ মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী হরেন সাহা।
এসময় বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে যেন সীমান্ত পেরিয়ে মাদক না আসে সেজন্য বিজিবিসহ সকলকে সজাগ থাকতে হবে। পাশাপাশি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধেও ঐক্যবদ্ধ থাকতে হবে।
এসময় তিনি জানান, ৫৯ বিজিবির অধীনস্থ সীমান্তবর্তী ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত সকল পূজামণ্ডপের যাবতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবির টহল দল কার্যক্রম পরিচালনা করছে। তারই অংশ হিসেবে আজ (গতকাল শনিবার) সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করা হলো।
বিজিবির এই অধিনায়ক বলেন, এরই মধ্যে আমাদের বিজিবির টহল দল কর্তৃক শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতকল্পে পরিকল্পনা করা হয়েছে। তারা নিয়মিত টহল দিচ্ছে। এবারের পূজায় বিজিবি তথা আমরা সকল প্রকার নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করছি, যাতে আপনারা আড়ম্বর পরিবেশে নির্বিঘ্নে পূজা উদ্যাপন করতে পারেন।
এছাড়া পূজামণ্ডপে হামলা বা ভাঙচুর হওয়ার সম্ভাবনা মনে করলে সাথে সাথে বিজিবির টহল কমান্ডারকে মোবাইলের মাধ্যমে অবগত করার জন্য সংশ্লিষ্ট পূজামন্ডপ কমিটির সভাপতিদের আহ্বান জানান তিনি।
লে. কর্নেল গোলাম কিবরিয়া পূজা উৎসব যেন সনাতন ধর্মালম্বীরা সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করতে পারে সেজন্য স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ও সাধারণ জনসাধারণকে সজাগ দৃষ্টি ও সার্বিক সহযোগিতা করারও অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2009-2022 chapaikhobor24.com # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com