চাঁপাই খবর
চাঁপাইনবাবগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ২ টাকা বেড়ে প্রতি হালি বিক্রি হচ্ছে ৫৪ টাকায়। এছাড়া মাছ, মুরগিসহ বেড়েছে সবজির দামও। টানা বৃষ্টির কারণে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে বিক্রেতারা জানিয়েছেন।
শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।
মুদি দোকানদার আব্দুর রহমান বাবু জানান, গত সপ্তাহের মতনই রয়েছে চালের দাম। জিরাশাইল প্রতি কেজি মান ভেদে ৬৫-৭০ টাকা, আটাশ ধানের চাল প্রতি কেজি ৬০-৬২ টাকা, লাল স্বর্ণা ধানের চাল ৫৪ টাকা, সাদা স্বর্ণা ৫০ টাকা বিক্রি হচ্ছে। তিনি জানান, ডালের দাম আগের মতনই রয়েছে। মসুর ডাল ১২৫-১৩০ টাকা, মোটা মসুর ডাল ১১০-১২০ টাকা, দেশী ছোলার ডাল ১২৫ টাকা, খেসাড়ির ডাল ১০০-১১০ টাকা, মটর ডাল ১২০-১২৫ টাকা, মাসকলাইয়ের ডাল ১৯০-২০০ টাকা প্রতি কেজি হিসেবে বিক্রি হচ্ছে। খোলা গমের আটা বিক্রি হচ্ছে প্রতি কেজি বেড়ে ৪২ টাকা, প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে ৪৫ টাকা, বোতলজাত সয়াবিন ১৬৭ টাকা ও খোলা সয়াবিন ১৬২ টাকা, চিনি ১২৫ থেকে ১৩০ টাকা এবং দেশী পেঁয়াজ ১১৫-১২০ টাকা এবং ভারতীয়টা ১০০-১০৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে সবজি বিক্রেতা আব্দুর রশিদ জানান, অতিবৃষ্টির কারণে সকল প্রকার সবজির দাম বেড়েছে। বেগুন ৭০ টাকা, পেঁপে ৩০ টাকা, কাঁচকলা ৬০ টাকা, পটোল ৪০ টাকা, করলা ৬০-৭০ টাকা, বাঁধা কপি ৭০ টাকা, কচু ৬০ টাকা, কাঁচামরিচ ২৪০ টাকা, ঢেঁড়শ ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৪০-৫০ টাকা, আলু ৫৫ টাকা থেকে ৬৫ টাকা, কাঁকরোল ৭০ টাকা, ফুলকপি ৮০ টাকা, মিষ্টি কমুড়া ৫০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কুমড়াজালি ও লাউ প্রতি পিস ৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর ডিম ২ টাকা বেড়ে বিক্রি হচ্ছে প্রতি হালি ৫৪ টাকায়।
এদিকে মুরগি বিক্রেতা শরিফুল ইসরাম জানান, ব্রয়লার মুরগি ১৭০-৪৮০ টাকা, প্যারেন্স ২৮০-২৯০ টাকা, সোনালি ২২০-৩০০ টাকা, লাল লিয়ার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
দেশী মুরগি ৪৬০ টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতা জহুরুল। অন্যদিকে মাংস বিক্রেতারা জানান, গরুর মাংস ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অপরদিকে মাছ বিক্রেতারা জানান, মাছের সরবরাহ কম থাকায় সব ধরনের মাছের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। রুই মাছ ওজনভেদে ২৪০ টাকা থেকে ৩৮০ টাকা, কাতল মাছ ৩৬০ টাকা থেকে ৪৬০ টাকা, পাঙ্গাস ২২০ টাকা, সিলভার কার্প ২২০ টাকা, দেশী ছোট চিংড়ি ৮০০ টাকা, চাষের চিংড়ি ১২০০-১৪০০ টাকা, ওজন ভেদে ইলিম বিক্রি হচ্ছে ৬শ টাকা থেকে ২ হাজার ২শ টাকা, বোয়াল ১২০০ টাকা।