চাঁপাই খবর
চাঁপাইনবাবগঞ্জে কাঁচামরিচসহ বেড়েছে সবধরনের সবজির দাম। গত কয়েক সপ্তাহ ধরে জেলার নদীগুলোয় পানি বৃদ্ধি ও বর্ষার ফলে সবজিক্ষেত ডুবে যাওয়ায় দাম বাড়ার কারণ বলে জানিয়েছেন বিক্রেতারা।
শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।
সবজি বিক্রেতা আব্দুর রশিদ জানান, বৃষ্টি ও বন্যার কারণে সবজিক্ষেত ডুবে যাওয়ায় সকল প্রকার সবজির দাম বেড়েছে। গত সপ্তাহে পটলের দাম ছিল কেজিপ্রতি ৪০ টাকা আজকে ছিল ৬০-৭০ টাকা, গত সপ্তাহে পাতা কপি ছিল ৬০ টাকা এ সপ্তাহে ৮০টাকা কেজি, গত সপ্তাহে বেগুন ৬০-৭০ টাকা এ সপ্তাহে ১০০ টাকা, গত সপ্তাহে কাঁচা পেঁপে ২০-২৫ টাকা এ সপ্তাহে ৩০ টাকা, কাঁচকলা ছিল ৬০ টাকা এ সপ্তাহে ৭০ টাকা, কচু ৭০ টাকা। সব চেয়ে বেশি দাম বেড়েছে কাঁচা মরিচের। ২৪০ টাকার কাঁচামরিচ শুক্রবার দাম উঠেছে প্রতিকেজি ৪৫০ টাকায়।
ঢেঁড়শ ৫০-৬০ টাকা, মিষ্টি কুমড়া ৫০-৬০ টাকা, আলু ৫৫ টাকা থেকে ৬৫ টাকা, ঝিঙ্গা ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কুমড়াজালি ও লাউ প্রতি পিস ছিল ৫০ টাকা এ সপ্তাহে ৬০টাকায় বিক্রি হচ্ছে। আর ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৫৪ টাকায়।
একই বাজারের মুদি দোকানদার আব্দুর রহমান বাবু জানান, জিরাশাইল প্রতি কেজি মান ভেদে ৭০-৭৫ টাকা, আটাশ ধানের চাল প্রতি কেজি ৬০-৬২ টাকা, লাল স্বর্ণা ধানের চাল ৫৮ টাকা থেকে ৬০, সাদা স্বর্ণা ৪৫-৫০ টাকা বিক্রি হচ্ছে। তিনি জানান, ডালের দাম আগের মতনই রয়েছে। মসুর ডাল ১২৫-১৩০ টাকা, মোটা মসুর ডাল ১১০-১২০ টাকা, দেশী ছোলার ডাল ১২৫ টাকা, খেসাড়ির ডাল ১০০-১১০ টাকা, মটর ডাল ১২৫-১৩০ টাকা, মাসকলাইয়ের ডাল ২০০-২১০ টাকা প্রতি কেজি হিসেবে বিক্রি হচ্ছে। খোলা গমের আটা বিক্রি হচ্ছে প্রতি কেজি বেড়ে ৪২ টাকা, প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে ৫০ টাকা, খোলা সয়াবিন ১৭৫ টাকা, চিনি ১২৫ থেকে ১৩০ টাকা এবং দেশী পেঁয়াজ ১১৫-১২০ টাকা এবং ভারতীয়টা ১০০-১০৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে মুরগি বিক্রেতা শরিফুল ইসলাম জানান, ব্রয়লার মুরগি ১৭০-১৮০ টাকা, প্যারেন্স ২৮০-২৯০ টাকা, সোনালি ২৪০-৩০০ টাকা, লিয়ার ২৯০-৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আলম জানান দেশী মুরগি প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪৫০ টাকা।
অন্যদিকে মাংস বিক্রেতা সেলিম জানান, ভালো মানের গরুর মাংস ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অপরদিকে মাছ বিক্রেতারা জানান, পিয়লি প্রতি কেজি ৫২০ টাকা, পাঙ্গাস ১৮০-২০০টাকা, নদীর ছোট চিংড়ি ৬০০ টাকা, পুঁটি ৩০০ টাকা, ট্যাংরা ১ হাজার ৩শ টাকা, রুই ৩৪০ থেকে ৪৫০ টাকা, কাতল ৩০০ টাকা থেকে ৪৫০ টাকা, ৫০০ গ্রাম ওজনের ইলিশ ৮০০টাকা ও এক কেজি ওজনের টা ২ হাজার টাকার ওপরে বিক্রি হচ্ছে।