বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:০০ অপরাহ্ন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সার সংকটে কৃষকদের বিক্ষোভ, আশ্বাসে অবরোধ প্রত্যাহার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ০ বার
ফটো সংগৃহিত
জামালপুর সংবাদদাতা:  জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সার না পাওয়ায় ক্ষুব্ধ কৃষকরা বকশীগঞ্জ-রৌমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর ) দুপুরে উপজেলার বাট্রাজোড় ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ অবরোধের ঘটনা ঘটে। কৃষকদের অভিযোগ—বাজারে সারের তীব্র সংকট চলছে। কয়েক দিন ধরে সার না পাওয়ায় তারা ভুট্টা ও আলু চাষাবাদ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন।
কৃষকরা জানান, বাট্রাজোড় ইউনিয়নের বিক্রয়কেন্দ্রের প্রতিনিধি কৃষকদের জন্য সার বিক্রির ঘোষণা দিলেও কিছু কৃষককে সার দেওয়ার পর হঠাৎ করে কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়। এতে দীর্ঘদিন ধরে সার নিতে আসা অনেক কৃষক সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে বকশীগঞ্জ – রৌমারী মহাসড়ক অবরোধে নামেন। হঠাৎ অবরোধের কারণে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
কৃষক মাহমুদুল হাসান বলেন, ১৫ দিন আগে সার দিছে। যারা পাইছে তো পাইছে, আর যারা পাইনি পরে তো পায় নাই। আজকে সার দেওয়ার তারিখ ঠিক ছিল। আমরা সকালে যাইছি, মহিলা-পুরুষ সবাই লাইনে দাঁড়াইছি। ডিলার এসে বলে—এত মানুষকে সার কেমনে দিব? এই কথা বলে চলে যায়। পরে খবর আসে আজ সার দিবে না।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা-উল-হোসনা এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ভারপ্রাপ্ত ইউএনও আসমা-উল-হোসনা বলেন, সার না পাওয়া কৃষকদের আইডি কার্ড নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে আগামীকাল থেকে তাদের সার দেওয়া হবে।
এ আশ্বাস পাওয়ার পর কৃষকরা অবরোধ তুলে নেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম বলেন,
উপজেলায় কোনো সার সংকট নেই। কিছু ব্যক্তি বারবার সার নিয়ে জনদুর্ভোগ তৈরি করছে। তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মেসার্স মোজাহিদ ট্রেডার্সের মালিক রুমান জানান, আমার ঘরে ১৭৪ বস্তা সার ছিল। কিন্তু হঠাৎ ৫ থেকে ৭শ লোক এসে পড়ে। এত মানুষের চাপে সার বিতরণ করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2009-2022 chapaikhobor24.com # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com