রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:১১ পূর্বাহ্ন

সোনামসজিদ স্থলবন্দরে ইলিশসহ ভারতীয় ট্রাকচালক আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২৩ বার

চাঁপাই খবর

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর এলাকায় অবৈধভাবে ভারত নিয়ে যাওয়ার সময় ১৭ কেজি ৬০০ গ্রাম ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি। একইসঙ্গে একটি ভারতীয় ট্রাক ও ট্রাকচালককে আটক করা হয়েছে।
আটক ট্রাকচালক ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার ইংলিশ বাজার থানার কাঞ্চান্টার টিয়াকাঠি গ্রামের রনজিৎ মন্ডলের ছেলে অলক মন্ডল (২২)।
৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আমরা নিজস্ব গোয়েন্দা সূত্রে জানতে পারি আজ  সোমবার সোনামসজিদ আইসিপি দিয়ে ইলিশ মাছ পাচারের সম্ভাবনা রয়েছে। এমন খবর পেয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ আইসিপিতে কর্মরত বিজিবি সদস্যরা বাংলাদেশ হতে ভারতে গমনকৃত খালি ট্রাকসমূহ তল্লাশি করেন। একপর্যায়ে সকাল পৌনে ১০টার দিকে একটি ভারতীয় খালি ট্রাক তল্লাশি করে একটি বক্সের ভেতর হতে ১৭ কেজি ৬০০ গ্রাম ইলিশ মাছ জব্দ করে। এসময় অবৈধভাবে বাংলাদেশী ইলিশ মাছ বাংলাদেশ হতে ভারতে চোরাচালানের দায়ে ভারতীয় চালক অলক মন্ডলকে ট্রাকসহ আটক করা হয়।
এদিকে লে. কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন, সোমবার থেকে ‘রহনপুর ব্যাটালিয়নে’র নাম পরিবর্তন করে ‘মহানন্দা ব্যাটালিয়ন’ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2009-2022 chapaikhobor24.com # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com