চাঁপাই খবর ডেস্ক
“২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪”
২৬ শে মার্চ আমাদের জন্য অবিস্মরণীয় একটি দিন। ১৯৭১ সালে যে দিনটিতে দেশকে শত্রুর হাত থেকে মুক্ত করতে প্রেরণা পেয়েছিল লক্ষ কোটি বাঙালি। সেই দিনটি আজ পর্যন্ত প্রেরণা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।২৬শে মার্চ তুমি নও শুধু একটি তারিখ।
নও একটি স্মৃতি চিহ্ন, তুমি লাখো শহীদের রক্তের প্রতিক। তুমি চির বঞ্চিতের হুংকার,আবার তুমিই দিয়েছো চির শান্তি, ৩০ লক্ষ শহীদ আত্মার।
২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে, স্থানীয় সরকার ১ নং গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন করা হয় ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে স্মৃতিসৌধে।এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান মোঃ জামাল মন্ডল,। সচিব মোঃ তহিদুর রহমান ।
১ প্যানেল চেয়ারম্যান মোঃ শরিফ উদ্দিন, এমরান আলী মন্ডল, মোঃ আবু বাক্কার,হিসাব সহকারী আতিকুর রহমান,মহিলা মেম্বার মোসাঃ শাহীন আক্তার,দফাদার, বদরুল ইসলাম, আদায়কারী বিপ্লব ও এলাকার গণ্যমান্য ব্যক্তি।
এ জাতীয় আরো খবর..