চাঁপাই খবর ডেস্ক
“২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪”
২৬ শে মার্চ আমাদের জন্য অবিস্মরণীয় একটি দিন। ১৯৭১ সালে যে দিনটিতে দেশকে শত্রুর হাত থেকে মুক্ত করতে প্রেরণা পেয়েছিল লক্ষ কোটি বাঙালি। সেই দিনটি আজ পর্যন্ত প্রেরণা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।২৬শে মার্চ তুমি নও শুধু একটি তারিখ।
নও একটি স্মৃতি চিহ্ন, তুমি লাখো শহীদের রক্তের প্রতিক। তুমি চির বঞ্চিতের হুংকার,আবার তুমিই দিয়েছো চির শান্তি, ৩০ লক্ষ শহীদ আত্মার।২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে, স্থানীয় সরকার ৩ নং ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন করা হয় ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে স্মৃতিসৌধে।এ সময় উপস্থিত ছিলেন
ঝিলিম ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসান, সচিব মৃণাল কান্তি পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঝিলিমের ইন চার্জ, আমনুরা কেমিং মোঃ শাহিনুর রহমান, মোঃ এ এস আই শাহাদাত হোসেন ও থানা অন্যরা উপস্থিত ছিলেন। ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ: শাহজালাল বাদশা সাদ্দাম, এ সময় উপস্থিত ছিলেন, মাসুদ পারভেজ। বাদশা, মোস্তাফিজুর রহমান, মো:এনামুল হক, আসরাপ, নুরুল ইসলাম, ৮ নং ওয়ার্ডের মেম্বার মো:শরীয়ত আলী, রাসেল আলী, ও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের দফাদার মো:সাইদুর রহমান, ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মো:আবুল হোসেন, পরিষদের উদ্যোক্তা মোঃ ওয়ালিদ হাসান, মহিলা উদ্যোক্তা মোসা: মরিয়ম খাতুন ও এলাকার গণ ব্যক্তি
এ জাতীয় আরো খবর..