রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন

রংপুরে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে নিষেধাজ্ঞা সত্ত্বেও তাজিয়া মিছিলে দেশিয় অস্ত্রের মহড়া

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৩৭০ বার
ফটো সংগৃহীত
রংপুর সংবাদদাতা : রংপুরে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার স্মরণে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেকেই দেশিয় অস্ত্র হাতে মিছিলে অংশ নিয়েছেন।
মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে রংপুর নগরীর আলমনগর ,স্টেশনসহ যেসব ক্যম্পেশিয়া সম্প্রদায়ের লোকজন বসবাস করেন তারা নিজ নিজ এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে একসাথে হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শত শত নারী-পুরুষ ও শিশু-কিশোর কালো পোশাক পরে খালি পায়ে মিছিলে অংশগ্রহণ করে।
তবে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ নিরাপত্তার মধ্যেও মিছিলে অংশগ্রহণকারীদের অনেককে দেশিয় অস্ত্রের মহড়া দিতে দেখা গেছে। অনেক যুবক বিভিন্ন রংয়ের কাপড়ে মোড়ানো দেশিয় চাপাতি, দা, ছুরি হাতে নিয়ে মিছিলে অংশ নেয়। কয়েকজনকে প্রকাশ্যে কাপড় মোড়ানো ছাড়াই অস্ত্র হাতে দেখা গেছে।
এসময় তাদের মুখে কারবালার মর্মান্তিক ঘটনাকে স্মরণ করে ‘হায় হোসেন, হায় হোসেন’ বলে মাতম ও বুক চাপড়ে মিছিল করতে দেখা যায়। মিছিলে ছিল ইমাম হাসান ও ইমাম হোসাইনের দুটি প্রতীকী ঘোড়া।
এদিন আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল রংপুর মেট্রোপলিটন পুলিশ। নজরদারি ছিল বিভিন্ন গোয়েন্দা সংস্থার।
মিছিলে অংশ নেওয়া এক যুবক বলেন, শত শত বছর ধরে আমাদের বাপ-দাদারা ইমাম হোসাইন (রা.) শহীদ হওয়ার দিনটি এভাবে উদযাপন করে আসছে। মূলত ইমাম হোসাইনের (রা.) মৃত্যুতে শোক জানাতেই তাজিয়া মিছিল বের করা হয়।
এদিকে তাজিয়া মিছিল নিয়ে ফিরে যাবার সময় বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর সালেক পাম্প এলাকায় শিয়াদের দুই গ্রুপের মধ্যে লাঠিসোটার মহড়া নিয়ে কথাকাটির এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে দশ মিনিটের মধ্যে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2009-2022 chapaikhobor24.com # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com