নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার উদ্যোগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে । গতকাল সোমবার রাত নয়টায় থানা মিলনায়তনে নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমানের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল থানার অফিসার ইনচার্জ তদন্ত (বিদায়ী) আব্দুল ওয়াহাব, নবাগত অফিসার ইনচার্জ তদন্ত ইকবাল পাশা প্রমূখ। এছাড়া অনুষ্ঠান উপস্থিত ছিলেন মিডিয়া কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংক্ষিপ্ত আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের সদস্য ও সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।