রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন

সারা দেশে ২৮ প্রার্থীর ভোট বর্জন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৭৪ বার

অনলাইন নিউজ : দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটের দিন ২৮ প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। নির্বাচনে অনিয়ম, জাল ভোটসহ বিভিন্ন অভিযোগ তুলেছেন তারা। ভোট বর্জন করা এই ২৮ প্রার্থী ২৩টি আসনের। এসব প্রার্থীর মধ্য স্বতন্ত্রসহ অন্য দলের প্রার্থীরাও আছেন। জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদে এ তথ্য পাওয়া গেছে।

এর মধ্যে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যাপক অনিয়ম ও কারচুপি হচ্ছে জানিয়ে ভোট বর্জন করেছেন চার প্রার্থী। এ ছাড়া টাঙ্গাইল-২ (গোপালপুর- ভূঞাপুর) আস‌নের স্বতন্ত্র প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী আলমগীর শিকদার লোটন, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের জাতীয় পার্টির প্রার্থী নুরুল আমিন সিকদার ভুট্টোসহ কয়েকজন প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
জামালপুর-৫ আসনের স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী রেজাউল করিম রেজনু আসনটিতে পুনঃর্নির্বাচনের দাবি করেছেন। এ নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

দ্বাদশ জাতীয় নির্বাচনে সারা দেশে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, এখনও চূড়ান্ত পার্সেন্টিজ হয়নি। তবে আমরা যে তথ্য পেয়েছি তাতে ৪০ শতাংশ ভোট পড়েছে। এন্ট্রি হয়েছে যতোটুকু সেটি অনুযায়ী ৪০ শতাংশ। এটি বাড়তে পারে, নাও বাড়তে পারে।

ইসি সূত্র জানিয়েছে, নির্বাচনে ১৪০টি কেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটেছে। গ্রেপ্তার করা হয়েছে ৪২ জনকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2009-2022 chapaikhobor24.com # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com