চাঁপাই খবর ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, ভাইস চেয়ারম্যান তোসিকুল আলম বাবুল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষকসহ কমিটির সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় বাল্যবিয়ে রোধে জনসচেতনতা বৃদ্ধি, গ্রাম আদালতকে শক্তিশালী করার লক্ষে গ্রাম আদালত পরিচালনাকারীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থার কথা জানান সভার সভাপতি।
সদর থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, গত কয়েকদিন আগে জেলা পরিষদের সদস্য আব্দুস সালামকে বহনকারী প্রাইভেট কারে ককটেল হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ২৬টি ককটেল উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলস কাজ করছে বলে তিনি জানান।