চাঁপাই খবর ডেস্ক
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট ৩ দিনের মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করেছে। গত বুধবার শুরু হওয়া এই প্রশিক্ষণ আজ শুক্রবার শেষ হবে।
জেলাশহরের নামোশংকরবাটীতে মঞ্জুর আহমেদ মাতৃসদনে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন জেলা রেড ক্রিসেন্ট ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ সান্টু, সদস্য আমির হোসেন, জেলা রেড ক্রিসেন্টের ইউনিট লেবেল অফিসার মাহমুদুর রহমান লেমন, জেলা যুব রেড ক্রিসেন্টের সহ-প্রধান আব্দুল কাদের জিলানীসহ অন্যরা।
জেলা যুব রেড ক্রিসেন্টের সাবেক যুবপ্রধান আব্দুর রাকিব ও যুবপ্রধান শামিম রেজার তত্ত্বাবধানে যুব রেড ক্রিসেন্ট সদস্যরা এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।