রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে চালের বাজার উঠতি স্বস্তি সবজিতে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৪৬ বার

চাঁপাই খবর ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে চালের দাম একটু একটু করে বেড়েই চলেছে। মোটা চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০-৫২ টাকা, ২৮ চাল ৬০-৬৫, জিরাসাইল ৭২-৭৫ টাকা। ডালের দাম আগের মতোই রয়েছে। মসুল ডাল প্রতি কেজি ১৩০ টাকা, মোটর ডাল ১০০-১২০ টাকা, ছোলার ডাল ১২০-১৩০ টাকা বিক্রি হচ্ছে। গমের খোলা আটা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৬-৩৮ টাকা এবং নামিদামি কোম্পানির ১ কেজি ওজনের প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে ৫৫ টাকায়।
মাছের দাম গত কয়েক সপ্তাহের মতোই রয়েছে। তবে কোনো কোনো মাছের দাম বেড়েছে।

রুই মাছ সাইজ ও ওজন ভেদে ১৫০ টাকা থেকে শুরু করে প্রতিকেজি ৪২০ টাকা, কাতল মাছ ২৫০ টাকা থেকে শুরু করে ৪৫০ টাকা, সিং মাছ ৫২০, কই মাছ ৩২০ টাকা, বাচা মাছ ১ হাজার টাকা, খরি মাছ ৮শ টাকা, ট্যাংরা ৮শ টাকা, ছোট বাইন ৮শ টাকা, মলা ৫০০-৫২০ টাকা বিক্রি হচ্ছে। বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।
এদিকে সবজি বিক্রেতা আব্দুর রশিদ জানান, কাঁচা পেঁপে ৪৫ টাকা, বরবটি ৬০ টাকা, ঢ্যাঁড়স ৫০ টাকা, বেগুন ২৫ টাকা, শশা

৪৫ টাকা, পটল ৪৫ টাকা, সজিনা ডাটা ১৬০ টাকা প্রতিকেজি বিক্রি হচ্ছে। এছাড়া দেশি লেবু ৬০ টাকা হালি, কাঁচা মরিচ ৬০ টাকা কেজি, হল্যান্ড আলু ৪০ টাকা কেজি, দেশি আলু ৫০-৫৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।
অন্যদিকে কমেনি দেশি মুরগির দাম। গতকাল শুক্রবার দেশি মুরগি ৫৬০ টাকা, সোনালী ২৬০ টাকা, ব্রয়লার ২০০-২১০ টাকা বিক্রি হচ্ছে। গরুর মাংস ৬৯০ টাকা থেকে শুরু করে সাড়ে ৭শ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2009-2022 chapaikhobor24.com # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com