চাঁপাই খবর ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে সদর থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, গত বৃহস্পতিবার দুপুর আড়াইটায় জেলা শিল্পকলা অ্যাকাডেমির সামনে মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ৩০ বোতল ফেনসিডিলসহ মো. ইউসুফ আলী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া যুবক জেলার শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ খোজপাড়ার মো. আলম হোসেনের ছেলে। এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ ছাড়া ওসি মিন্টু রহমান আরো জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় পুরাতন বাজার স্বর্ণকারপট্টি এলাকায় অপর অভিযানটি চালানো হয়। এ অভিযানে ১ কেজি গাঁজাসহ ২জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পুরাতন বাজার স্বর্ণকারপট্টির মো. সিরাজুল ইসলামের ছেলে মো. রবিউল ইসলাম (২৮) ও পাঠানপাড়ার মো. আব্দুল হকের ছেলে মো. আল আমিন (৪৪)। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।