চাঁপাই খবর
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তেলকুপি বাজার জামে মসজিদের পুন:নির্মাণ কাজ শুরু হয়েছে। শনিবার (৪ মে) দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ১৯ লাখ টাকা ব্যয়ে এই মসজিদের পুন:নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
পরে তেলকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ-শিমুল। তেলকুপি বাজার জামে মসজিদ পরিচালনা কমিটি’র সভাপতি-অধ্যাপক ড. দেলোয়ার হোসেন ডীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলোমগীর রেজা, শাহাবাজপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম বাবু, জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রমজান আলী ও আ’লীগ নেতা খাইরুল আলম প্রমূখ।