চাঁপাই খবর ডেস্ক
নির্বাচনের ১ম ধাপে চাঁপাইনবাবগঞ্জের নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। কোনো কোনো ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও কোনো কোনোটাতে ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সকাল থেকে তিন উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নাচোল উপজেলার বাইপুর মুরগিডাঙ্গা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে।
আমাদের ভোলাহাট প্রতিনিধি জানিয়েছেন, ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে বেলা ১২টা পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল কম। উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বলে জানা যায়, বেলা ১২টা পর্যন্ত প্রায় প্রায় ১৮-২০ শতাংশ ভোটার ভোট প্রদান করেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। রামেশ্বর পাইলট মডেল ইনস্টিটিউটেশন ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সবুজ আলী বলেন, বেলা ১২টা পর্যন্ত আমার কেন্দ্রে ১৪.৬৫শতাংশ ভোট প্রদান করেছেন ভোটারেরা। দুপুরের পর ভোটারের উপস্থিতি বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
ভোলাহাট উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. শাহাজাহান মানিক বললেন, বেলা ১২ টা পর্যন্ত প্রায় ১৮ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
এদিকে সকাল থেকেই তিন উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন, পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা নির্বাচন অফিসার ও এই তিন উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মো. রেজাউল করিম। এসময় উপজেলা নির্বহী অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার অফিসার ও সহকারী রিটার্নিং অফিসাররা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক বলেন-একটি অবাধ ও সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আশা করি একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে।
পুলিশ সুপার বলেন নির্বাচনকে সামনে রেখে আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন।
নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে এই তিনটি উপজেলায় দুজন করে ৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ৭ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন র্যাব, সাড়ে ৮ শ পুলিশ ও দুহাজার ২০০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম জানান, নাচোলে চেয়ারম্যান পদে ২ জন ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে ৫৭ টি কেন্দ্রে ১ লাখ ২৫ হাজার ৭৬ জন ভোটার রয়েছেন।
অন্যদিকে গোমস্তাপুরে চেয়ারম্যান পদে ৪ জন ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় ৮৯ টি কেন্দ্রে ২ লাখ ২৬ হাজার ৩০ জন ভোটার রয়েছেন।
অপরদিকে ভোলাহাটে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ৩৮ টি কেন্দ্রে ভোটার রয়েছেন ৮৬ হাজার ২২৯ জন সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।