চাঁপাই খবর
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে জেলার সদর উপজেলার ৩নং ঝিলিম ইউনিয়ন পরিষদের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন আমনুরা দারুল হুদা হক্কানিয়া মাদ্রাসার সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম, আমনুরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুদরত-ই-খোদা, তৌফির উদ্দিন স্মৃৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাত্তার তৌফির উদ্দিনসহ ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য, গ্রামপুলিশ, সুশীল সমাজের প্রতিনিধি, ইমাম ও সাংবাদিক।
ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ‘ইম্প্রুভড সাসটেইনেবল রি-ইন্টিগ্রেশন অব বাংলাদেশী রিটার্নিং মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের মাধ্যমে বিদেশে আটক ব্যক্তিকে ফেরত আনা, অসুস্থ অভিবাসীদের চিকিৎসা সহায়তা, দেশে মরদেহ আনাসহ এ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা হচ্ছে।