বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন

অনূর্ধ্ব-১৫ বালক বালিকাদের কাবাডি ও দাবা প্রতিযোগিতা শেষ হয়েছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭ বার

চাঁপাই খবর

 

 

চাঁপাইনবাবগঞ্জে অনূর্ধ্ব-১৫ বালক-বালিকাদের দিনব্যাপী কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়টির সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে।
সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল ইসলাম। জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন-আর-রশিদ।
কাবাডি প্রতিযোগিতায় ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন বালক এবং দাবা প্রতিযোগিতায় ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬ জন বালিকা অংশগ্রহণ করেন।
চূড়ান্ত প্রতিযোগিতায় নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় ৫৪-২৭ পয়েন্টে হরিপুর ১নং উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। দাবায় একক প্রতিযোগিতায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাইশা আনজুম চ্যাম্পিয়ন এবং মুহসিনা মাহফুজ আলো রানার্সআপ হন।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও ট্রফি প্রদান করা হয়।
এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকম-লী, ক্রীড়া সংগঠক, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2009-2022 chapaikhobor24.com # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com