চাঁপাই খবর
সারাদেশের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের ৪টি পৌরসভা ও ৪৫টি ইউনিয়নে একযোগে ছাগল ও ভেড়াকে বিনামূল্যে পিপিআর রোগের ২য় ডোজ টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আওতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১২নং ওয়ার্ডের চরমোহনপুর এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন- জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইয়ামিন আলী।
উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন ২০৩০ সালের মধ্যে দেশকে পিপিআর মুক্ত করার লক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তরের পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের অর্থায়নে এবং জেলা প্রাণিসম্পদ দপ্তরের তত্ত্বাবধানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পৌরসভাসহ ১ লাখ ৬০ হাজার, শিবগঞ্জ উপজেলায় ২ লাখ ২৩ হাজার, গোমস্তাপুর উপজেলায় ১ লাখ ৩৩ হাজার, নাচোল উপজেলায় ৮০ হাজার ও ভোলাহাট উপজেলায় ৪৫ হাজার ছাগল ও ভেড়াকে বিনামূল্যে ২য় ডোজ টিকা দেয়া হচ্ছে। আজ মঙ্গলবার থেকে শুরু হয়ে টিকাদান কর্মসূচি চলবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত।
এলাকাভিত্তিক ফ্রি ভ্যাক্সিনেশন ক্যাম্পে উপস্থিত হয়ে খামারি ও জনসাধারণকে নিজেদের ছাগল ও ভেড়ার টিকা নেয়ার আহ্বান জানান তিনি।