চাঁপাই খবর
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সার্ভেয়ার মো. শফিকুল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান ও নবাগত সার্ভেয়ার লিটন কুমার মন্ডলকে বরণ করা হয়েছে।
শফিকুল ইসলাম বগুড়া জেলা পরিষদে বদলি হওয়ায় তাকে এ সংবর্ধনা দেয়া হয়। বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন মন্ডল সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে ফুল ও উপহার প্রদান করে শফিকুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়। অন্যদিকে নবযোগদানকৃত সার্ভেয়ার লিটন কুমার মন্ডলকে ফুল দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. আফাজ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেনÑ জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. সুজাউল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল ওয়াহিদ, হিসাবরক্ষক মো. মামুন অর রশিদ, উচ্চমান সহকারী মোহা. নজরুল ইসলাম ও মো. শিহাব মাহফুজ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. আজিজুর রহমানসহ অন্যরা।