চাঁপাই খবর ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃতী শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে রহনপুরের একটি কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
রহনপুর পুনর্ভবা মুক্ত স্কাউট গ্রুপ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আতিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক আব্দুস সামাদ।
অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিবসহ অন্যরা।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন- ভোলাহাট উপজেলার একুশে পদকপ্রাপ্ত সাদা মনের মানুষ জিয়াউল হক, শিবগঞ্জ উপজেলার বৃক্ষপ্রেমী কার্তিক পরামানিক, নাচোল উপজেলার মানবতার ফেরিওয়ালা আব্দুল গনি ফিটু।
আলোচনা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১১ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন নবাগত জেলা প্রশাসক আব্দুস সামাদ।