রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন

জেলা টাস্কফোর্স কমিটির সভায় সিদ্ধান্ত : ২২ দিন বন্ধ থাকবে ইলিশ ধরা ও বিক্রি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২৩ বার
oppo_0

চাঁপাই খবর

 

 

জাতীয়ভাবে নিষেধাজ্ঞার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জেও আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত করা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদ।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ বাস্তবায়নের লক্ষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় জানানো হয়, ২২ দিনের এই অলস সময়ে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার ২ হাজার জেলেকে ২৫ কেজি করে ভিজিএফ চাল দেয়া হবে। এই কর্মসূচি বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। যারা নির্দেশনা অমান্য করে ইলিশ ধরবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধিতে মাইকিং, লিফলেট বিতরণ, সভা সামবেশ করা হবে।
সভায় গতবছরের সিদ্ধান্তসমূহ উপস্থাপন করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানাসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2009-2022 chapaikhobor24.com # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com