রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ন

১০ম গ্রেড বাস্তবায়নের দাবি : গোমস্তাপুরে বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধনে শিক্ষকরা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৬ বার

চাঁপাই খবর

 

 

ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বাস্তবায়নের লক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার বিকেলে বৃষ্টির মধ্যেই উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। পরে শিক্ষকরা উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।
এ সময় উপস্থিত ছিলেন- প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রইসউদ্দিন বিপ্লব, আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রুহুল আমিন শিহাব, পশ্চিম আনারপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রুহুল আমিন, মধ্য আলিনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রাজিয়া সুলতানা, হাজি আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উম্মে আবেহাসহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষকরা।
দাবির যৌক্তিকতা তুলে ধরে মানববন্ধনে শিক্ষকরা জানান, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক পাস (২য় বিভাগ), বেতন গ্রেড ১৩তম। যেখানে অষ্টম শ্রেণী পাস ড্রাইভার পান ১২তম গ্রেডে। এমন বৈষম্যের অবসান চান তারা।
শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি মেনে নেয়ার জোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2009-2022 chapaikhobor24.com # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com