চাঁপাই খবর
তরুণদের সম্পৃক্ত করি-উন্নত নগর গড়ি’- এ প্রাতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। সোমবার দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে জেলাশহরের বিভন্ন সড়ক প্রদক্ষিণ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন- গণপূর্ত বিভাগ চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান। উন্মুক্ত আলোচনায় অংশ নেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি ও চাঁপাই দৃষ্টির সম্পাদক এমরান ফারুক মাসুমসহ অন্যরা।
এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের সহকারী কমিশনার আমিনুল ইসলাম, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী রাকিবুল ইসলাম, সহকারী প্রকৌশলী খন্দকার নাদিম মাহমুদ, উপসহকারী প্রকৌশলী সত্যজিৎ রায়, ফিরোজ কবিরসহ অন্যরা।
বক্তারা পরিকল্পিতভাবে নগরায়ণের ওপর গুরুত্বারোপ করেন।