রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন

৬৪টি পূজামণ্ডপে জেলা পরিষদের আর্থিক সহায়তা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৬ বার

চাঁপাই খবর

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের পক্ষ হতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলার ৬৪টি মন্দির ও পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুকূলে ২ লাখ ৪ হাজার টাকা অনুদানের চেক প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন মন্ডল সম্মেলন কক্ষে এই চেক বিতরণের আয়োজন করা হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের উপসচিব মো. আফাজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেকগুলো বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
এ সময় হিন্দু সম্প্রদায়ের প্রতি শারদীয় শুভেচ্ছা জানান জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সামাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ রোবেল, জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল ওয়াহিদ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, জাগরণী সংঘ হুজরাপুর পশ্চিমাপাড়া মন্দির কমিটির সভাপতি অর্জুন বাবুসহ বিভিন্ন মন্দির ও মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2009-2022 chapaikhobor24.com # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com